মঙ্গলবার (১০ জুন) লন্ডনে ডরচেস্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে বাংলাদেশ ও কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, গণতান্ত্রিক চর্চা, জলবায়ু পরিবর্তন, তরুণ প্রজন্মের সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারত্বের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে কী আলোচনা হবে তারাই ঠিক করবেন: প্রেস সচিব
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
]]>