প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

৩ সপ্তাহ আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

 

জামায়াত আমির লিখেছেন, 

সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন।

 

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।’

 

আরও পড়ুন: জাতীয় সমাবেশে জামায়াত আমির / আমরা চাঁদা নেব না, নিতেও দেব না

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় দুই দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। পরে সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। করা হয় নানা শারীরিক পরীক্ষা।

 

অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন।

 

পরে আমিরকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে সব রাজনৈতিক নেতাদের সুস্থতা প্রত্যাশা করেন তিনি।

 

আরও পড়ুন: একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই: পরওয়ার

 

তিন ঘণ্টা চিকিৎসা শেষে রাত ৯টার কিছু সময় আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বের হয়েই অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলে আক্ষেপ জানান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত করা ছাড়া দেশে সঠিকভাবে কিছু করা সম্ভব নয়।

 

তার অসুস্থতায় দেশে-বিদেশে যারা উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানান জামায়াত আমির।

]]>
সম্পূর্ণ পড়ুন