প্রথমবারের মতো প্লে-অফে জায়গা করে নিল সাকিবের অ্যান্টিগা

৩ সপ্তাহ আগে
প্রথমবারের মতো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের দল অ্যান্টিগা। উসামা মির ও জেডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস। তবে জয়টা পেতে বেশ কষ্ট করতে হয়েছে অ্যান্টিগার। ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা।


প্রথমে বোলিং করে গায়ানাকে শুরু থেকেই চাপে রাখে অ্যান্টিগা। নিয়মিত উইকেট তুলে নিতে থাকে তারা। জেডেন সিলস ছিলেন অসাধারণ। ৩.১ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। পাক স্পিনার উসামা মির'ও ছিলেন দারুণ। ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট।


আরও পড়ুন: অন্য ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সংঘর্ষ এড়াতে ফুটবল বিশ্বকাপের সময়ে মেজর লিগ ক্রিকেট 


সাকিব আল হাসানও একটি উইকেট পেয়েছেন। ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন টাইগার অলরাউন্ডার। সাকিবের মতো এক উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিমও। গায়ানার হয়ে সর্বোচ্চ রান আসে শাই হোপের ব্যাট থেকে। ১৪ বলে ২৬ রান করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। দশে নামা কোয়েন্টিন স্যাম্পসনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান।


জবাব দিতে নেমে অ্যান্টিগাও বড় বিপদে পড়ে। ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। আজও সাকিব ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ২ বলে করেন ১ রান। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন আমির জাঙ্গু। তার অপরাজিত ৫১ রানের ইনিংস শেষ পর্যন্ত অ্যান্টিগাকে প্লে-অফে জায়গা করে দেয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন