প্রথমবার স্বামীর নিন্দা করে কী বললেন কাজল?

৩ সপ্তাহ আগে
২৫ বছরের দাম্পত্যে এবারই প্রথম স্বামী, বলিউড অভিনেতা অজয় দেবগনের নিন্দা করতে দেখা গেল বলিউড অভিনেত্রী কাজলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।

বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যায়, একটি অনুষ্ঠানে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অজয়। পাশে ভয়ের চোখে স্বামীর দিকে তাকাচ্ছেন কাজল। সে দিনের ভিডিও নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন কাজল। সে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ওই ভিডিওটি ছিল মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মা’র ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে একটি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমি আর অজয় দুজনেই অংশ নিই’।

 

কাজল আরও বলেন, ‘নতুন এ সিনেমায় মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। এ সিনেমার প্রযোজক হিসেবে কাজ করেছে অজয়। ওর সঙ্গে সিনেমায় আগে কাজ করা হয়েছে কিন্তু প্রযোজক হিসেবে এবারই প্রথম এ সিনেমায় পেয়েছি’।

 

একটু বিরক্তির সঙ্গে স্বামীর নিন্দা করেন কাজল। বলেন,

প্রযোজক অজয়ের সঙ্গে কাজ করা সহজ কথা নয়। শুটিং চলাকালীন আমাকে মারাত্মক জ্বালিয়েছে, হয়রানি করেছে। আমি খুব বিরক্ত হয়েছি।

 

আরও পড়ুন: যে বিলবোর্ড হায়দরাবাদে ঘটায় ৪০টি সড়ক দুর্ঘটনা!

 

শুধু নিন্দা নয়, স্বামীর প্রশংসাও করতে দেখা যায় কাজলকে। অভিনেত্রী বলেন,

প্রযোজক হিসেবে অজয় বেশ খুঁতখুতে। এ কারণে নতুন সিনেমাটি তৈরি করতে বেশ যত্ন নিয়েছে ও। আমার দেখা দক্ষ প্রযোজকদের একজন অজয়।

 

আরও পড়ুন: রহস্যময় জবাব মুছে দিলেন অমিতাভ বচ্চন!

 

আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হরর ও থ্রিলারধর্মী সিনেমা ‘মা’। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন