জলসিড়িতে বসেছিল বাফুফের জরুরি সভা। সেখানে একমাত্র এজেন্ডা ছিল ফুটবলের আরেক ছোট সংস্করণ ফুটসালে অংশগ্রহণ নিয়ে। মাত্র ১০ মিনিটের সভা শেষে বাংলাদেশ ফুটসাল দল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এবারই প্রথম ফুটসালে দল গড়বে বাংলাদেশ। আগামী বছরের মে মাসে ইন্দোনেশিয়ায় হবে এশিয়ান কাপ ফুটসাল। এর আগে বাংলাদেশকে খেলতে হবে আগামী সেপ্টেম্বরের বাছাইপর্ব। বাফুফের ফুটসাল কমিটি দ্রুতই দল গড়ার কাজ শুরু করবে।
সভা শেষে... বিস্তারিত