প্রথম দেখা, প্রথম রোদ

১৯ ঘন্টা আগে
তবে সেদিনের সকালটা ছিল অন্য রকম। অদ্ভুত এক অনুভব নিয়ে ভোরেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মনে পড়ল, আজ নোমি আসবে। জানালার বাইরে আলো ফোটেনি তখনো। অথচ বিনির ভেতরটায় যেন রোদের ঢেউ উঠেছে। চুপচাপ আয়নার সামনে দাঁড়ায়। ভেতরের এক নতুন মানুষ যেন কথা বলে উঠল।
সম্পূর্ণ পড়ুন