রাজশাহীকে ৮ উইকেটে ১৪৭ রানের মধ্যে আটকে দিয়েছে সিলেট। শেষদিকে আবদুল গাফ্ফার সাকলাইন ১১ বলে ১৬ রানের ইনিংস না খেললে এই ১৪৭-ও হত না। সিলেটের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।
মিরপরে রাজশাহীর দুই ওপেনারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ৯ রানে আউট হওয়ার পর সাহিবজাদা ফারহান হন ১৩ রানে। এরপর প্রতিরোধ গড়ে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম রানের চাকা ঘোরাতে থাকেন। মারমুখী শান্ত মেহেদী হাসান মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন।
আরও পড়ুন: নোয়াখালীর বিদায় নিশ্চিত করে শীর্ষে চড়লো চট্টগ্রাম
শান্তর বিদায়ে মুশফিকুর রহিমের সঙ্গে ভাঙে ৫৬ রানের জুটি। অধিনায়ক ২১ বলে ৩ চার ও এক ছয়ে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। মুশফিক লড়াই অব্যাহত রাখেন। জিমি নিশাম তাকে ১২ রান করে সঙ্গ দেন। মুশফিক বিদায় নেন ৩০ বলে ৪ চার ও এক ছয়ের মারে ৪০ রান করে। নিশাম ও মুশফিক এই দুজনের উইকেটই নেন নাসুম আহমেদ।
বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতানো অধিনায়ক আকবর আলী আজ এই বিপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন। আগের ম্যাচে ১৬ বলে ১৭ রান করা এই ব্যাটার আজও প্রভাব রাখতে পারলেন না। মঈন আলীর ওভারে শিকার হয়েছেন মাত্র ২ রানে। তার আগে নামা রায়ান বার্ল দুই অঙ্কের বেশি বল মোকাবিলা করলেও রানসংখ্যা দুই অঙ্কে উন্নীত করতে পারেননি। আউট হয়েছেন ৮ রান করে। রিপন মণ্ডল করেন ৭। সাকলাইন শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন।

১৫ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·