প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

৪ সপ্তাহ আগে
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে করা মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও গ্রাফিকস ডিজাইনার বিরুদ্ধে মামলাটি করেন হেফাজত নেতা নজরুল ইসলাম।

 

এর আগে গত ২৮ এপ্রিল নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

 

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক লেখার পাশে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। ওই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন