প্রথম আলো কার্যালয়ের সামনে সোমবারও জড়ো হয় আন্দোলনকারীরা

১ সপ্তাহে আগে
ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে সোমবার আবারও জড়ো হয় আন্দোলনকারীরা। প্রথমে বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হয় এবং পরে তারা মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে যায়। এদিকে, দুপুর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। প্রথম আলো অফিসের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, কর্মচারীরা ভেতরে রয়েছেন। কর্মীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এর আগে, রোববার ‘বাংলাদেশ জনগণ’-এর ব্যানারে জনগণ ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ, প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবাই’ শিরোনামের প্রচারণা হিসেবে প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পাঁচ বিক্ষোভকারীকে আটক করা হয়।
সম্পূর্ণ পড়ুন