বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতার তিনজন হলেন- মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে জাকির হোসেন শান্তকে ও বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী থানাধীন আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে স্বপন মন্ডলকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেফতার
ডিবি সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিএমপি। ন্যক্কারজনক এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৩১।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২১ ডিসেম্বর রাতে তেজগাঁও থানায় মামলা করে প্রথম আলো। এতে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
]]>
৩ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·