বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সময় নিউজকে এই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এসময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে।’
তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে মনে করছেন ডিসি আমিরুল ইসলাম।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩, আশঙ্কাজনক ১
তবে গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর উল্লেখ করে ডিসি বলেন, তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন সেটি চিকিৎসক জানাবেন।’
আরও পড়ুন: গণসংযোগের সময় বিএনপি মনোনীত প্রার্থীসহ ২ জন গুলিবিদ্ধ
বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম আসার পর থেকে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন এরশাদ উল্লাহ। আজ বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় তার জনসংযোগ চলাকালে গুলির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একইসঙ্গে সরোয়ার নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকেও গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·