প্রগতিশীল চিন্তার বাতিঘর সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন উদ্‌যাপন

১ সপ্তাহে আগে
ফুলের শ্রদ্ধা, গান আর আলোচনার মধ্যদিয়ে উদ্‌যাপিত হলো প্রগতিশীল চিন্তার বাতিঘর ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নব্বইতম জন্মদিন।

এ উপলক্ষে সোমবার (২৩ জুন) বিকেলে বাংলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে।


অনুষ্ঠানে আলোচকরা বলেন, সিরাজুল ইসলাম চৌধুরী কেবল শ্রেণিকক্ষের শিক্ষক হয়ে থাকেননি, লেখা ও জীবন দর্শনের মধ্যদিয়ে বহু প্রজন্মের মাঝে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন তিনি।


জন্মদিনে ‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা’ শিরোনামে বক্তৃতা করেন তিনি। বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে হলে ব্যক্তিমালিকানা ব্যবস্থার উচ্ছেদ করে সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
 

আরও পড়ুন: উৎসব উদ্‌যাপনে দেশবাসীকে অনুপ্রাণিত করছে সরকার: রিজওয়ানা হাসান


বরেণ্য এই বুদ্ধিজীবী ১৯৩৬ সালের ২৩ জুন ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ২৩ বছর ধরে তিনি ত্রৈমাসিক ‘নতুন দিগন্ত’ সম্পাদনা করছেন।


সিরাজুল ইসলাম চৌধুরীর শিক্ষাজীবন শুরু বিক্রমপুরে, পরে রাজশাহী ও কলকাতায়। তিনি দেশভাগের পর ঢাকায় ফিরে এসে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিক, নটর ডেম কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স ও এমএ করেন।


যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা (১৯৬০) ও লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (১৯৬৮) ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১৬।

]]>
সম্পূর্ণ পড়ুন