দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং লাইফ সাপোর্টে ছিলেন। আগেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, তবে এবার আর ফেরেননি।
চঞ্চল মাহমুদ ছিলেন বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতের অন্যতম পথিকৃৎ। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। তার তোলা অসংখ্য ছবি শুধু দেশের ফ্যাশন অঙ্গন নয়, সংস্কৃতি জগতেও রেখেছে সুস্পষ্ট ছাপ।
আরও পড়ুন: ‘তাণ্ডব’ সিনেমায় সাংবাদিক লুকে নজর কেড়েছেন জয়া
তিনি ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন, যেখানে নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করেছেন। তার ছবির একাধিক প্রদর্শনীও হয়েছে দেশে-বিদেশে।
বাংলাদেশের অনেক মডেল ও অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার শুরুতে তার ক্যামেরার ফ্রেমেই প্রথম পরিচিতি পায়। তার মৃত্যুতে দেশের আলোকচিত্র ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
]]>