প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

৩ সপ্তাহ আগে
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ভিসি ড. মোঃ শহীদুল ইসলাম বাদী হয়ে ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর হামলায় জড়িত জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক মোঃ বাদশা শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঘটনায় শ্রমিক দল পিরোজপুর জেলা কমিটি দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে।

 

বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন জেলা শ্রমিক দলের সভাপতি আঃ ছালাম বাতেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু। বহিষ্কৃত ৪ নেতা হলেন- পিরোজপুর পৌর শ্রমিক দলের সভাপতি আঃ রাজ্জাক ফকির, জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক মোঃ বাদশা শেখ, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ শেখ ও পৌর শ্রমিক দলের সদস্য মোঃ মাসুম।

 

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় প্রক্টর মুসা খানসহ পাঁচজন আহত হন।

 

আরও পড়ুন: জাতীয় নাগরিক কমিটির নেতাদের ওপর হামলা, সভা পণ্ড

 

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদীর পাড়ে শহীদ বেদিতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে। এরপর ফুল দেয়া শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খানসহ শিক্ষার্থীরা শহরের নীরব হোটেলে নাস্তা করার সময় শ্রমিক দলের ১৫-২০ জন তাদের ওপর হামলা করে।

 

এ সময় হাতাহাতিতে প্রক্টরসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে দুই শিক্ষার্থী ও শ্রমিক দলের দুজন প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।

 

আরও পড়ুন: বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ

 

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন এবং বাকবিতণ্ডা হয়।

 

তিনি আরও বলেন, পরে হোটেলে নাস্তা করতে গেলে সেখানে আমাদের ওপর চড়াও হয়। সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদেরও ২ নেতা আহত হয়। বিষয়টি আমরা জানতে পেরে শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছি।

 

পিরোজপুর সদর থানার ওসি আঃ সোবাহান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মোঃ বাদশা শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। যাচাই করে এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ কলেজছাত্র জখম

 

]]>
সম্পূর্ণ পড়ুন