প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র মাহফুজ

১৫ ঘন্টা আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল পাঁচটায় ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া জমাদার বাড়িতে এ জানাজায় অনুষ্ঠিত হয়।


এতে ইমামতি করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা মাওলানা সহিদ উল্লাহ। জানাজায় দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশ নেন।


এর আগে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মাত্র কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান, সাবেক মেয়র মাহফুজুল হক।


আরও পড়ুন: তজুমদ্দিনে জানাজা থেকে ফেরার পথে প্রাণ গেল ব্যবসায়ীর


গত তিন মাস আগে রাজধানী ঢাকায় নাশতা ও বিস্ফোরণ আইনে গ্রেফতার হন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক।

]]>
সম্পূর্ণ পড়ুন