প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষ বিদায় দিলেন সাংবাদিক ফারজানা, সঙ্গে ছিলেন শাকিল

৩ সপ্তাহ আগে
মাকে শেষ বিদায় দিতে প্যারোলে মুক্তি পেয়ে কাশিমপুর থেকে গ্রামের বাড়ি ময়মনসিংহে গিয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। এ সময় তার স্বামী শাকিল আহমেদও প্যারোলে মুক্তি পেয়ে সাথে যান।

বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে পুলিশি পাহারায় ময়মনসিংহ সদরের ঘাগড়া এলাকার নিজ বাড়িতে পৌঁছান সাংবাদিক ফারজানা রুপা ও তার স্বামী শাকিল।

 

এ সময় মরদেহের কাছে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন। এরপর পারিবারিক কবরস্থানে ফারজানা রুপার মায়ের মরদেহ দাফন করা হয়। এরপর শাশুড়ির কবরের পাশে দোয়ায় অংশ নেন শাকিল।

 

পরে পুলিশ এই সাংবাদিক দম্পতিকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দেন। ময়মনসিংহের গ্রামের বাড়িতে ঘণ্টাখানেক অবস্থানের সময় ফারজানার হাতে হাতকড়া ছিল না। তবে শাকিলের এক হাতে হাতকড়া ছিল।

 

আরও পড়ুন: সাগর-রুনি হত্যা মামলায় সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

 

ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুলছিলেন। মঙ্গলবার (১০ জুন) রাতে ময়মনসিংহ নগরের সেহরা ধোপাখলা এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। এরপর পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তাদের দুজনকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: হত্যা মামলায় গ্রেফতার ফারজানা রূপা ও শাকিল

 

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। গত ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন