প্যারিসের নটর ডেমে ফিরে এলো ‘ক্রাউন অফ থর্নস’

৪ সপ্তাহ আগে
বহু খ্রিস্টান যে প্রাচীন স্মারকচিহ্নকে যিশু খ্রিস্টের “ক্রাউন অফ থর্নস” বলে মনে করেন ও শ্রদ্ধা জানান, সেটিকে প্যারিসে নটর ডেম গির্জায় ফিরিয়ে আনা হয়েছে; ২০১৯ সালে এই মধ্যযুগীয় সৌধ বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর একে মেরামত করে পুনরুদ্ধার করা হয়। এই ঘটনার পাঁচ বছর পর ফিরে এলো যিশুর স্মৃতিবিজড়িত “কাঁটার মুকুট”। লতাপাতার গোলাকার ব্যান্ডে সোনালি পাত বসানো এই মুকুটকে তার ঐতিহাসিক ঘরে ফেরানো হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে; এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যারিসের আর্চবিশপ। দশম শতকে কনস্ট্যান্টিনোপলে এই স্মৃতিচিহ্নকে স্থানান্তরিত করার আগে পঞ্চম শতকে জেরুজালেমের তীর্থযাত্রীরা প্রথম এর কথা উল্লেখ করেছিলেন। (এপি)
সম্পূর্ণ পড়ুন