প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল

৩ সপ্তাহ আগে
আনচেলত্তির অধীনে প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। বুধবার (১১ জুন) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। এই জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ব্রাজিল।

ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর নিয়ের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিলো আনচেলত্তির ব্রাজিল। তবে এবার আর ড্র নয়, জয় নিয়েই মাঠ ছাড়ল সেলেসাওরা। ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন ভিনি। প্রথমার্ধে তার গোল ব্রাজিলকে জয় এনে দেয়।


সাও পাওলোতে পুরো ম্যাচে আধিপত্য ছিল ব্রাজিলের। ভিনিসিউস-রাফিনিয়াদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে প্যারাগুয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনি। কুনিয়ার পাস থেকে গোল করেন তিনি।


আরও পড়ুন: কলম্বিয়ার সঙ্গে ড্র করল ১০ জনের আর্জেন্টিনা 


দ্বিতীয় হাফেও আক্রমণের ধারা বজায় রাখে ব্রাজিল। তবে দ্বিতীয় হাফে কোনো গোল করতে পারেনি তারা। চিন্তার বিষয় হচ্ছে, ব্রাজিলের হয়ে গোল করা ভিনিসিউস ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের ৭৮তম মিনিটে আনচেলত্তি তাকে উঠিয়ে মাঠে নামান রিচার্লিসনকে।


শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করল ব্রাজিল। কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ব্রাজিল তাদের বাকি ম্যাচগুলো হারলেও টেবিলের ছয়ের নিচে নামবে না তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন