কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিলে সংশ্লিষ্ট প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলসহ তাকে দেশে ফিরিয়ে এনে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ব্যালট সংক্রান্ত কিছু ভিডিও কমিশনের নজরে এসেছে। এর মধ্যে সৌদি আরবের ভিডিওটি ভুয়া প্রমাণিত হলেও ওমানের ভিডিওটি সঠিক ছিল, যেখানে ব্ল্যাঙ্ক ব্যালট ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। অন্যদিকে, বাহরাইনের ভিডিওতে কোনো ব্যত্যয় না ঘটলেও সতর্কতাস্বরূপ বাহরাইন পোস্টকে চিঠি দেয়া হয়েছে। তবে আবুধাবি, দুবাই, কাতার ও মালয়েশিয়ায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
আরও পড়ুন: নির্বাচন ঘিরে সিইসিকে যে শঙ্কার কথা জানাল জামায়াত
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও ভাবমূর্তি রক্ষায় কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সামান্যতম অনিয়ম হলেও কাউকে ছাড় দেয়া হবে না, এমনকি এর পেছনে কোনো রাজনৈতিক দল যুক্ত থাকলেও ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অনিয়ম বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে পোস্টাল ব্যালটের পরিবর্তে সরাসরি মূল ব্যালট দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার জানানো হবে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·