পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ান ড্রোন ভূপাতিত

৩ সপ্তাহ আগে
পোলিশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, রাশিয়ান ড্রোনগুলো তাদের আকাশসীমায় প্রবেশ করার পর সেগুলো ভূপাতিত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সেগুলো ভূপাতিত করা হয় বলে দাবি তাদের। এদিকে, পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন প্রবেশের পর চারটি বিমানবন্দর বন্ধ করে দেয় দেশটি।

সশস্ত্র বাহিনী নিশ্চিত করে, রাশিয়া পোলিশ সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আক্রমণ শুরু করার পর, জাতীয় আকাশসীমা রক্ষার জন্য যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

 

কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোরে পোলিশ এবং ন্যাটো বিমান মোতায়েন করা হয়েছে এবং পোলিশ আকাশসীমায় অভিযান শুরু করেছে।

 

আরও পড়ুন:পোল্যান্ড / মহড়া চালানোর সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

 

এর আগে পোলিশ আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের খবর দেয় ইউক্রেন। এরপর পোল্যান্ড তাদের চারটি বিমানবন্দর বন্ধ করে দেয়। 


বুধবার ভোরে ইউক্রেন সতর্ক করে দেয় যে, রাশিয়ান ড্রোনগুলো পোলিশ আকাশসীমায় প্রবেশ করেছে এবং জামোস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর  পোল্যান্ড ওয়ারশের চোপিন বিমানবন্দরসহ ওয়ারসা মডলিন, রেজেসো-জাসিওনকা এবং লুবলিন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। 

 

এদিকে, একটি বার্তা সংস্থা জানিয়েছে, ন্যাটো-সদস্য পোল্যান্ড, ইউক্রেনের প্রধান সমর্থক। যারা দশ লক্ষেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পশ্চিমা মানবিক ও সামরিক সহায়তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।


তবে রয়টার্সের মতে, তারা ড্রোনের খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং ওয়ারশও আনুষ্ঠানিকভাবে ড্রোন অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেনি।

 

আরও পড়ুন:পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, সরকারের পতন

]]>
সম্পূর্ণ পড়ুন