গত জুনে আচমকা পোল্যান্ডের জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান রবের্ত লেভানডোভস্কি। তৎকালীন কোচ মাইকেল প্রোবিয়েরজ আসার পর অধিনায়কত্ব হারানোর ক্ষোভ থেকে স্বেচ্ছায় নির্বাসিত হন তিনি। তবে নতুন কোচ আসার পর এই স্ট্রাইকার আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
পোল্যান্ডের কোচ ইয়ান উরবান মঙ্গলবার বলেছেন, লেভানডোভস্কি আবার তার দেশের হয়ে খেলতে চাইছেন। গত জুনে প্রোবিয়েরজের পদত্যাগ করলে জুলাইয়ে... বিস্তারিত