ছবিতে দেখা যাচ্ছে, লোকজন রোমের আগোস্তিনো জেমেলি পলিক্লিনিকের বাইরে পোপের সুস্থতার জন্য প্রার্থনা করতে সমবেত হয়েছে। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫।
পোপ ফ্রান্সিস ১৪ ফেব্রুয়ারি থেকে এই হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার পোপ ফ্রান্সিস একটি দীর্ঘস্থায়ী অ্যাসমাটিক শ্বাসপ্রশ্বাস সংকটে আক্রান্ত হন, যার ফলে শ্বাস নেওয়ার জন্য একটি নাকের নল দিয়ে "উচ্চমাত্রার" অক্সিজেন সরবরাহ করা হয় তাকে।
ভ্যাটিকান জানিয়েছে, পরীক্ষায় রক্ত জমাটের জন্য প্রয়োজনীয় প্লেটলেটের মাত্রা কম পাওয়ার কারণে পোপ ফ্রান্সিসকে রক্ত দেয়া হয়।
রবিবার ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস সচেতন রয়েছেন। তবে শ্বাসপ্রশ্বাসের সংকট ও রক্ত সঞ্চালনের পরেও তিনি উচ্চমাত্রার অক্সিজেন সহায়তার উপর নির্ভর করছেন, এবং জটিল ফুসফুস সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
ডাক্তাররা বলেছেন পোপ ফ্রান্সিসের বয়স, শারীরিক দুর্বলতা এবং পূর্ববর্তী ফুসফুসের রোগের কারণে যেকোনো কিছু ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।