পোপ ফ্রান্সিস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ভ্যাটিকানে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মধ্যপ্রাচ্য ও গাজার বর্তমান পরিস্থিতি। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর।
ভ্যাটিকানের বার্তা অনুযায়ী , উভয়ই তাদের সুসম্পর্ক নিয়ে কথা বলেছেন; ফিলিস্তিনি সমাজে ক্যাথলিক চার্চের গুরুত্বপূর্ণ অবদানের উপর জোর দিয়েছেন; পাশাপাশি গাজায় মানবিক সংকট, যুদ্ধবিরতির আশা ও সকল জিম্মির মুক্তির প্রসঙ্গও উঠেছিল।
কেবলমাত্র আলাপ-আলোচনা ও কূটনীতির মাধ্যমেই দুই দেশের সমাধান সূত্রে পৌঁছনোর গুরুত্ব নিয়ে ফ্রান্সিস ও আব্বাস কথা বলেছেন। বিশেষ মর্যাদা দ্বারা জেরুজালেম যেহেতু সুরক্ষিত সেহেতু তিনটি একেশ্বরবাদী ধর্মের এটাই আলোচনার জায়গা হতে পারে বলে মনে করেন তারা। (এপি)