মঙ্গলবার (১০ জুন) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালচান পাথরঘাটা উপজেলার নাচনাপড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশতলা নামক এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে সাপ ধরা ও সাপের খেলা দেখানোর পেশায় যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে পার্শ্ববর্তী এলাকার আনিসুর রহমান জুয়েল নামের এক ব্যক্তির বাড়িতে সাপ ঢুকেছে- এমন খবরে লালচান ওই বাড়িতে সাপটিকে ধরতে যান। পরে তিনি ওই বাড়ির রান্না ঘরে রাখা কাঠের ভিতরে সাপটিকে দেখে হাত দিয়ে ধরতে গেলে তার ডান হাতের আঙুলে দংশন করে সাপটি।
আরও পড়ুন: সাপের লেজে পা দিয়ে প্রাণ হারালেন গৃহবধূ
এরপর স্থানীয়রা তার হাতের কয়েক জায়গায় রশি দিয়ে বেঁধে দিলে তিনি বাড়িতে চলে আসেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লালচানকে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় লালচানের মৃত্যু হয়।
লালচানের প্রতিবেশী সুমন নামের একজন জানান, সাপের দংশনের পর লালচান নিজের চিকিৎসা নিজেই করার চেষ্টা করেন। তবে এতে তার অবস্থার অবনতি দেখে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনরা। সেখানে এন্টিভেনাম না থাকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লালচানের।
]]>