পেরুতে শপিং সেন্টারের ছাদ ভেঙে পড়ায় ৪ জন নিহত ও ৭০-এর বেশি আহত

২ সপ্তাহ আগে
পেরুরু ত্রুজিলোতে শুক্রবার রাতে (২১ ফেব্রুয়ারি) এক শপিং সেন্টারের ছাদ মারাত্মকভাবে ভেঙে পড়ে। সে দেশের দমকল বিভাগ জানিয়েছে, এই বিপর্যয়ে চারজন নিহত ও সত্তরের বেশি মানুষ আহত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ৭১ জনের চিকিৎসা চলছে; এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে কেননা ধ্বংসস্তুপের মধ্যে এখনও অনেকে জীবিত থাকতে পারেন। ভেঙে পড়া অবকাঠামোটির আয়তন সুবিশাল; এর ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। শিশুদের খেলার জায়গার উপর এটি ভেঙে পড়েছে। (রয়টার্স)
সম্পূর্ণ পড়ুন