শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা জানান, পে-স্কেলের বিষয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমি আশা করছি খুব শিগগিরই কমিটির রিপোর্ট আমাদের হাতে জমা পড়বে। যেহেতু দীর্ঘ সময় পর এটি করা হচ্ছে, তাই অনেক বড় রিভিশনের পাশাপাশি অর্থের সংস্থানের বিষয়টিও আমাদের দেখতে হচ্ছে। আমরা সবদিক বিবেচনা করেই এগোচ্ছি।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘১০-১২ বছর পর নতুন পে-স্কেল নিয়ে কাজ হচ্ছে। এতে অনেক বড় ধরনের ক্যালকুলেশন ও রিভিশনের প্রয়োজন আছে। তবে হতাশার কিছু নেই, ইনশাআল্লাহ সময়মতোই এটি বাস্তবায়ন হবে।’
আরও পড়ুন: নবম পে-স্কেল: গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?
আসন্ন গণভোট নিয়ে অর্থ উপদেষ্টা সাধারণ মানুষকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবাইকে গণভোটে অংশ নিতে হবে। আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছি। কারণ, জনগণের সমর্থন থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কারের কাজে সাহস ও শক্তি পায়।”
তিনি বলেন, বিগত সময়ে সংস্কারগুলো ছিল দলকেন্দ্রিক, কিন্তু বর্তমান সরকার জনগণের কল্যাণের কথা মাথায় রেখে স্থায়ী সংস্কারের ওপর জোর দিচ্ছে। পরবর্তী সরকার এসে বাকি সিদ্ধান্ত নেবে।
বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে ড. সালেহ উদ্দিন বলেন, ‘আগে ঢাকায় বসে জেলা বাজেট দেয়া হতো। ভোলার মানুষের কী চায় বা ঠাকুরগাঁওয়ের স্কুল লাগবে কি না–তা ঢাকা থেকে নির্ধারণ করা হতো। আমরা এখন সেই ধারা পরিবর্তন করেছি। এখন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী স্থানীয়ভাবে চাহিদা নিরূপণ করা হচ্ছে।’
এর আগে উপদেষ্টা গুরুদাসপুর মিনি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করেন। স্টেডিয়ামের গ্যালারি ও মাঠের কাজের গুণগত মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আজ সিরাজগঞ্জ সফর করবেন এবং আগামী কয়েক দিনের মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলা পরিদর্শনে যাবেন।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

১৩ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·