পৃথক ঘটনায় ঠাকুরগাঁওয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু

২ সপ্তাহ আগে
পৃথক টনায় ঠাকুরগাঁওয়ের বিভিন্নস্থানে দুই শিশুসহ চারজনের মৃত্যু। জেলা সদর, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার  ভেলাজান হাইস্কুলের সামনে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ফয়জুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


নিহত ফয়জুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের কালমেঘ লালাপুর ডাঙ্গীপাড়া গ্রামের শৈকত আলীর ছেলে বলে জানা গেছে।


অপরদিকে বিকেলে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেনের ছেলে  অনিক (০৮) নামে এক শিশু  বৈদ্যুতিক সংযোগ লাইনে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।


এছাড়া জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের রতনদিঘী গ্রামের  ইদ্রিস আলী (৬০) নামে এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের রতনদিঘী গ্রামের হাকিমের ছেলে বলে জানা গেছে।


আরও পড়ুন: গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩


অন্যদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা সদরের আকচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা জতিস চন্দ অধিকারির নয় বছল বয়সী ছেলে উপায়ন চন্দ্র অধিকারি বাড়ি জাম গাছে জাম পারতে উঠে। এ সময় গাছ থেকে মাটিতে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের স্বজনরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, সড়ক দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।  তবে আটকের চেষ্টা চলছে। এছাড়া অন্যন্যা মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। শুধু একটু সচেতন হলেও প্রাণগুলো রক্ষা পেত। তাই সচেতনতার সাথে সকলকে চলাফেরার আহ্বান জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন