সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
এবারের দুর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও পাহারায় থাকবে জানিয়ে খোকন তালুকদার বলেন, ‘পিআর পদ্ধতির কথা বলে যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করছে, তারাই স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু এ দেশের মানুষ আর স্বৈরাচার মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নাশকতা যেন না ঘটে, সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।’ একইসাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী নির্বাচন বানচালের চেষ্টা করা হলে শক্ত হাতে দমন করা হবে।’
আরও পড়ুন: মাদারীপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
খোকন তালুকদার বলেন, ‘এ দেশে হিন্দু-মুসলিম কিংবা বৌদ্ধ-খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
সভা শেষে তিনি বিভিন্ন পূজা মণ্ডপের নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ম আহ্বায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
]]>