‘পুষ্পা’ সিনেমার মতো কুড়িগ্রামে ভেসে আসে কাঠ, ‘লাল চন্দন’ ভেবে কাড়াকাড়ি
২ দিন আগে
২
গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও ঢলে ভারতের দিক থেকে কুড়িগ্রামের কালজানি নদীতে ভেসে আসে হাজার হাজার গাছের গুঁড়ি। দেখতে চন্দন কাঠের মতো হওয়ায় অনেকেই এগুলোকে ‘লাল চন্দন’ বলে চড়া দামে বিক্রি করেছেন।