পুলিশের ৯জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার 

১ দিন আগে
বাংলাদেশ পুলিশের আরো ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। এর আগেও অন্তর্বর্তী সরকার কয়েক ধাপে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সরকারি চাকরির ৪৫ ধারার বিধান অনুযায়ী, কোনও সরকারি চাকুরীজীবীর চাকুরীর বয়স ২৫ এর বেশি হলে সরকার যদি প্রয়োজন মনে করে তবে জনস্বার্থে তাকে অবসরে পাঠাতে পারে।  সর্বশেষ অবসরে পাঠানো নয় পুলিশ কর্মকর্তা হলেন- বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান ও সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক, এসএএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভূঁঞা, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। দুই লাখেরও বেশি কর্মী নিয়ে বাংলাদেশ পুলিশ সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে অক্টোবর মাসে প্রশিক্ষণ শেষ হওয়ার এক মাস আগে একই ব্যাচের ২৫২ জন শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুলিশ সদর দপ্তর এই ব্যাচের ৮০১ জন শিক্ষানবিশ এসআইয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের অংশ হিসেবে বড় রদবদল কার্যক্রম চালাচ্ছে যার মধ্যে ইতোমধ্যে ৩০০ বা তারও বেশি সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেয়া হয়েছে। 
সম্পূর্ণ পড়ুন