বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা দুটি প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন: অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নুর আলম এবং সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন।
এদের মধ্যে একজন বিসিএস পুলিশ ক্যাডারের ২৯তম এবং অন্যজন ৩৬তম ব্যাচের কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ নুর আলমকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাকে ২০১৮ সালের চাকরি আইনের ৩৯(১) ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ পাবেন।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ৭৫ কর্মকর্তাকে একযোগে বদলি
অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, ডিএসবিতে কর্মরত সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাকেও ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০১৮ সালের সরকারি চাকরি আইনের ধারা ৩৯(১) বলা আছে: কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার দায়িত্ব হতে বিরত রাখার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা ইত্যাদি বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে।