পুলিশি সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে বরিশালে ওপেন হাউস ডে

৬ দিন আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় পুলিশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ওপেন হাউস ডে’তে মতবিনিময়ের লক্ষ্যে এ গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায়  বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মো. শামীম হোসেন।


এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে হত্যা করা হয় বরিশালের ব্যবসায়ী মাসুদুর রহমানকে

সভায় ভুক্তভোগী নাগরিকরা সরাসরি তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে প্রত্যেকটি অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উত্থাপিত সমস্যা ও অভিযোগগুলো পরবর্তী ওপেন হাউজ ডে-তে পর্যালোচনার জন্য নথিভুক্ত করা হয়।


অনুষ্ঠানে থানার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতা, সেবাপ্রত্যাশী জনগণ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।


এ আয়োজনের মাধ্যমে পুলিশি সেবার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন