পুতিন-জেলেনস্কি বৈঠক আয়োজনের প্রস্তাব সুইজারল্যান্ডের

৬ দিন আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। দেশটির কর্মকর্তারা বলেছেন, তারা পুতিন-জেলেনস্কি বৈঠক আয়োজন করতে প্রস্তুত। খবর বিবিসির।

ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বলেন, তিনি জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছেন।

 

ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যা আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প।

 

সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠকের পর তিনি প্রস্তাব দিয়েছেন, জেলেনস্কি ও পুতিনের বৈঠক একটি নিরপেক্ষ দেশে হওয়া উচিত। এ ক্ষেত্রে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: শান্তি আলোচনার মধ্যেই পুতিনকে কেন ফোন করেছিলেন ট্রাম্প?

 

ফরাসি সংবাদমাধ্যম এলসিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, বৈঠকে ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে একটি খসড়া প্রস্তাব তৈরির কাজ আজ থেকেই শুরু হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

 

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তাকে নিয়মিত অবহিত করা হবে। একই সময়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করছি— কে কী করতে প্রস্তুত, তা বোঝার জন্য।

 

ইউক্রেনের অবস্থান নিয়ে ম্যাক্রোঁ বলেন, ইউক্রেন নিজস্ব বিবেচনায় ন্যায্য ও গ্রহণযোগ্য ছাড় দিতে পারে। তবে এ শান্তি যেন আত্মসমর্পণ না হয়। তা হলে সেটা ইউক্রেন এবং ইউরোপের জন্য হবে এক ট্র্যাজেডি।

 

আরও পড়ুন: পুতিনকে নিয়ে ট্রাম্পের গোপন মন্তব্য মুহূর্তেই ভাইরাল!

]]>
সম্পূর্ণ পড়ুন