পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

২ সপ্তাহ আগে
সুনামগঞ্জের সদর উপজেলায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এই ঘটনা ঘটে।

দুই শিশু হলো: হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে বুশরা আক্তার (১০) ও তার বোন রেহেনা বেগমের মেয়ে ফাতেহা বেগম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। আজ বিকেলে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সেও।

 

কিছুক্ষণ পর দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির স্থানীয়রা সন্ধান পেয়ে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। 

 

আরও পড়ুন: পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় শিশু ফাহিম

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘আমরা এখনও খোঁজ পাইনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।’

]]>
সম্পূর্ণ পড়ুন