পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় শিশু ফাহিম

২ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলের দিকে জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ফাহিম হোসেন ওই গ্রামের জাহিদ হোসেনের ছেলে।


পারিবারিক সূত্র জানায়, ফাহিম হোসেন তার কয়েকজন বন্ধুকে নিয়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় ফাহিম। অনেক খোঁজাখুঁজির পর তার বন্ধুরা তাকে না পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ফাহিমকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন