পিস্তল-কুড়াল দিয়ে আধিপত্য বিস্তার করতেন কুটি মিয়া, এবার গ্রেফতার

১ সপ্তাহে আগে
ফরিদপুরে অবৈধ অস্ত্র ও মাদকসহ ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদ মিয়া কানাইপুর বাজার সংলগ্ন এলাকার হেলাল উদ্দিনের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসার খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত পদক্ষেপ নেয় বলে জেলা সেনাক্যাম্প এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। তা

 

সেনা সূত্র জানায়, কুটি মিয়া পুনরায় কানাইপুর এলাকায় অবস্থান করে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে ফের সক্রিয় হয়ে উঠে। এমন অভিযোগে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে। সকাল ১০টার দিকে কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৪টি টয় পিস্তল, ১টি ৫ মিমি পিস্তলের ম্যাগজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ১টি পেনড্রাইভ, ৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবা।


আরও পড়ুন: ফরিদপুরে আ.লীগপন্থি অভিযোগে একাংশের বাধায় শ্রমিক ইউনিয়নের সম্মেলন পণ্ড

 

এসব অস্ত্র ও মাদকদ্রব্যের মাধ্যমে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে অপরাধ চালিয়ে আসছিল বলে জানিয়েছে সেনা ও পুলিশ সূত্র।


সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারের পর কুটি মিয়াকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আরও পড়ুন: ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণে শ্বশুরের যাবজ্জীবন

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন