সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় তাদের আটক করা হয়।
জানা যায়, বহিরাগত দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠি বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফের নেতৃত্বে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আরও পড়ুন: পিরোজপুর পৌরসভার রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদ
আটক লিমন হাওলাদার জিহাদ সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা প্রথমে দুই ব্যক্তিকে আটক করে। পরে এসআই সরোয়ার ও এসআই রহমতের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’
]]>