জেলা পুলিশের তথ্য প্রযুক্তি ও মিডিয়া শাখার সহযোগিতায় পিরোজপুরের বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরিগুলো (জিডি) পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে এসব ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, ‘আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার তত্ত্বাবধানে আমরা ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে পেরেছি। জেলা পুলিশের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এসময় ফোন ও ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা।