বাবু হাওলাদার পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখ এর ছেলে।
মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর থানাধীন কবি নজরুল ইসলাম কলেজের গেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নির্দেশে হামলা চালানো হয়।
আরও পড়ুন: নাশকতার মামলায় বাগেরহাটে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
এ হামলায় বাবু হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ ঘটনায় হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ থানার চর কালীগঞ্জ গ্রামের মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৮ জনের নামে এবং অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বাবু হাওলাদার ওরফে মদ বাবু ৪২নং আসামি করা হয়।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে গুলি: রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বাবু হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর একটি হত্যা মামলা করা হয়। এ ছাড়াও গত বছরের ২৪ আগস্ট পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। মদ বাবু গ্রেফতার হওয়ায় পিরোজপুরে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে।
]]>