নিহত সিহাব খলিফা ইন্দুরকানি উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী সিহাব খলিফা বাড়ি থেকে পিরোজপুর সদরে যাচ্ছিল। পথে পাড়েরহাট সড়কের বড়পুল থেকে নামার সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে সিহাব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।
আরও পড়ুন: ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
গুরুতর অবস্থায় স্থানীয়রা শিহাবকে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। কিন্তু হাসপাতাল থেকে বের করার আগেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।