শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে পিরোজপুর সুশাসন সুরক্ষা পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুরে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতি, অপশাসন বা ক্ষমতার অপব্যবহার করে, তবে তার বিরুদ্ধে জনগণের পক্ষে অবস্থান নেয়া হবে। তারা জানান, যারা গত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়ে ভয়ে আইনগত ব্যবস্থা নিতে পারেননি, তাদের পাশে থেকে আইনি সহায়তা দেয়া হবে।
বক্তারা আরও বলেন, পিরোজপুরে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি ও চক্রের মাধ্যমে দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। প্রশাসন এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
আরও পড়ুন: নববধূর সঙ্গে মনোমালিন্যে গলায় ফাঁস দিলেন মামুন
পিরোজপুরে পরিবেশ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার দাবিও তোলেন তারা। বক্তারা বলেন, ‘পিরোজপুরে আর দুর্নীতি, সন্ত্রাস ও মাদক কারবারীদের কোনো কার্যক্রম চলতে দেয়া যাবে না। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এদের প্রতিহত করতে হবে।’
মানববন্ধনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনীতিবিদ ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন।
]]>