পিঠে আরেকটি অস্ত্রোপচার বুমরাহর ক্যারিয়ার শেষ করে দিতে পারে: বন্ড

৬ ঘন্টা আগে
পিঠের চোট যেকোনো পেস বোলারের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে। নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডের চেয়ে বেশি তা কে জানতে পারেন। এই সাবেক কিউই পেসার মনে করেন, ভারতের পেসার বুমরাহর পিঠে আরেকটি অস্ত্রোপচার করানো হলে তার ক্যারিয়ার হয়ে যেতে পারে।

গত জানুয়ারিতে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন বুমরাহ। এরপর মাঠ ফেরা হয়নি তার। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারেননি ভারতের ডানহাতি এই পেসার। এমনও শোনা যাচ্ছে, আসন্ন আইপিএলের শুরু দুই সপ্তাহ পর্যন্ত মাঠে নামতে পারবেন না বুমরাহ।


২০২৩ সালের বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তারপর এই প্রথম পিঠে চোট পেয়েছেন তিনি। মুম্বাইয়ের বোলিং কোচ হিসেবে গত কয়েক বছর ধরে বুমরাহর সঙ্গে কাজ করেছেন বন্ড। বর্তমানে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে ভারতে আছেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপে সাবেক কিউই ফাস্ট বোলার বলেন, বুমরাহর ওয়ার্কলোড ভালোভাবে সামলানো উচিত, যাতে এই চোট আবার ফিরে না আসে।


আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরে রিজওয়ানদের সঙ্গে থাকছেন না ইউসুফ 
 



বন্ড বলেন, 'যেখানে বুমরাহের অস্ত্রোপচার করা হয়েছিল, সেখানেই আরেকটি অস্ত্রোপচার করানো হলে তাকে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।' নিউজিল্যান্ডের এই কিংবদন্তি পেসারেরও দীর্ঘস্থায়ী পিঠের সমস্যার কারণে ক্যারিয়ার অকালে শেষ হয়ে গিয়েছিল।


নিউজিল্যান্ডের সাবেক এই পেসার আরও বলেন, 'দেখুন, আমি মনে করি বুমরাহ ঠিক থাকবে, তবে এটা (ওয়ার্কলোড) সামলানোর বিষয়। ভবিষ্যৎ সফর এবং সূচির দিকে তাকালে, তাকে বিশ্রাম দেয়ার সুযোগ কোথায়, আসলে বিপদের সময়টা কোথায়? প্রায়ই এমন হয় যে, (আইপিএল থেকে) টেস্ট চ্যাম্পিয়নশিপে (যাওয়া) ঝুঁকিপূর্ণ। যখনই সংস্করণের পরিবর্তন হয়, বিশেষ করে টি-টোয়েন্টি থেকে টেস্ট ম্যাচে যাওয়াটা চ্যালেঞ্জিং।'


আইপিএল শেষ হওয়ার পরই ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে ২৮ জুন থেকে ৩ অগাস্টের মধ্যে পাঁচটি টেস্ট খেলবে তারা। অস্ট্রেলিয়া সফরের মতো ইংল্যান্ডে বুমরাহকে অত বেশি খেলানো উচিত হবে না বলে মনে করেন বন্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন