পিছিয়ে গেল ইরানি সিনেমা ‘ফেরেশতে’র মুক্তির তারিখ

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’র মুক্তির তারিখ পেছালো। আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভিন্ন উৎসবে প্রশংসিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আরও এক সপ্তাহ দেরি হবে।

এ সিনেমার মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির তারিখ ছিল। তবে ওই তারিখে শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। 

 

সুমন ফারুক বলেন, হল সংক্রান্ত জটিলতার কারণে সিনেমাটির মুক্তির তারিখ আরও এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। তাছাড়া সামনে শুরু হবে পূজার আমেজ। সেই উৎসবে দর্শকরা যেন সিনেমাটি উপভোগ করার সুযোগ পান তাই ‘ফেরেশতে’র মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে নেয়া হয়েছে।

 

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী ও সহপ্রযোজক জয়া আহসান বলেন,

আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।

 

অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন,

সিনেমাটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতির সৌন্দর্যকে নির্মাতা চমৎকারভাবে তুলে ধরেছেন। আশা করি, দেশের দর্শকও ছবিটিকে আপন করে নেবেন।

 

আরও পড়ুন: কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: জয়া আহসান

 

নির্মাণের পর থেকেই সিনেমাটি আন্তর্জাতিক উৎসবে সাড়া ফেলেছে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য ছবিটি জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত।

 

আরও পড়ুন: বিদেশ ঘুরে দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

 

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। সিনেমাটি ৩ বছর আগে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের মুমিত আল-রশিদ চিত্রনাট্যে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মিত এ সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে জয়া আহসান ও সুমন ফারুককে।

 

সিনেমায় আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।

 

জানা যায়, নতুন নির্ধারিত তারিখে ইরানি সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দর্শক হলে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন