কোল পালমার বক্সের প্রান্ত থেকে চেলসিকে লিড এনে দেন। ২২ মিনিটে তাদের কিপার সানচেজের লম্বা বল ডান উইংয়ে পেয়ে গুস্তো বক্সের মধ্যে ঢোকেন। শট নিলেও প্রতিপক্ষ খেলোয়াড় ব্লক করেন। ফের গুস্তো কাট করে পালমারকে বল ফিরিয়ে দেন। ইংলিশ তারকা বাঁ পায়ের নিচু শটে জাল কাঁপান।
৩০ মিনিটে পালমার চেলসির ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের ডানপাশ থেকে বল টেনে বাঁপায়ের শটে বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি।
বিরতির আগে আরেকটি... বিস্তারিত