ম্যাচের আগে ঘটনার সূত্রপাতটা এমিলয়ানো মার্তিনেজই করেছিলেন। অ্যাস্টন ভিলার হয়ে পিএসজির বিপক্ষে খেলতে গেলেও আর্জেন্টিনার ক্যাপ পরে গেছেন তিনি। ম্যাচের আগেই পিএসজি সমর্থকদের একভাবে ক্ষেপিয়ে দিয়েছেন। যে ক্যাপে ছিল আর্জেন্টিনার পতাকা, সঙ্গে খচিত ফিফা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি। সেখানে আবার আড়াল করা হয়েছে ফরাসিদের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত মোরগের ছবি!
অবশ্য তিনি হয়তো... বিস্তারিত