পিএসজির কাছে হেরে পাঁচদিন কথা বলতে পারেননি মার্টিনেজ

৩ সপ্তাহ আগে
তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ইন্টার মিলান। আসরের অন্যতম সেরা রক্ষণভাগের তকমাও জুটেছিল তাদের। সিমনে ইনজাগির দুর্দান্ত ট্যাকটিকসে নেরাজ্জুরিরা সেমিফাইনালে বিদায় করেছিল উড়তে থাকা বার্সেলোনাকে। আর সেই দলটাই কিনা ফাইনালে হুড়মুড় করে ভেঙে পড়ল। বিস্ময়ে হতবাক করে পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে শিরোপাস্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে ইন্টার মিলানকে। যে হার এখনও মেনে নিতে পারেননি নেরাজ্জুরিদের অধিনায়ক লাউতারো মার্টিনেজ। হারের বেদনায় নাকি বেশ কয়েকদিন কথাও বলতে পারেননি এই আর্জেন্টাইন।

গত মাসের শেষদিকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পিএসজি। অথচ মৌসুমের প্রায় শেষদিকে এসেও ট্রেবল শিরোপার স্বপ্ন দেখছিল নেরাজ্জুরিরা। কিন্তু কোপা ইতালিয়ার সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে হারের পর শেষ রাউন্ডে এসে খুইয়েছে সিরি আ'র শিরোপাও। শিরোপা জেতার শেষ সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগে। সেখানেও লজ্জাজনক হারে শূন্য হাতেই মৌসুম শেষ করতে হয়েছে তাদের। ট্রেবলের স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে নেরাজ্জুরিদের জন্য।


তবে এখানেই বেদনার শেষ নয়। ব্যর্থ মৌসুমের শেষে কোচ সিমনে ইনজাগিও ক্লাব ছেড়েছেন। লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে সৌদি ক্লাব আল হিলালের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। আপাতত ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য ইন্টারের কোচের দায়িত্ব পেয়েছেন ২০১০ সালে নেরাজ্জুরিদের হয়ে ট্রেবলের স্বাদ পাওয়া ক্রিস্টিয়ান শিভু।


আরও পড়ুন: জুটি বাঁধতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ইয়ামালের বন্ধু!


ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজকে অবশ্য এখনও তাড়িয়ে বেড়াচ্ছে মিউনিখের ভূত। অ্যালিয়াঞ্জ অ্যারেনার সেই বীভৎস সন্ধ্যা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে, যদিও সতীর্থদের নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন এই আলবিসেলেস্তে তারকা।


মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, 'আমি খুব ভেঙে পড়েছিলাম। কেন এমন হলো, সেটা বোঝা অনেক কঠিন ছিল। কথা বলতে আমার পাঁচ-ছয় দিন লেগে গিয়েছিল, কারণ আমি আমার কাছের মানুষদের সব কিছু বোঝাতে চেয়েছিলাম। সেই রাতে আমাদের পক্ষে কিছুই ঠিকঠাক ছিল না, কিন্তু ওদের পক্ষে যেন সবকিছুই সম্ভব ছিল। আমরা নিজেদের মতো ছিলাম না, যেন আমরা কোনো দলই ছিলাম না।


এটাকেই বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছেন বাস্তববাদী মার্টিনেজ, 'এটাই ফুটবল। এখন আমাদের এগিয়ে যেতে হবে, অন্য কোনো পথ নেই—যদিও সবকিছু মাথার মধ্যে ঘুরতে থাকে।'


আরও পড়ুন: ব্রাজিলের হেক্সা পূরণে আনচেলত্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত কাফু


সতীর্থদের ওপর ভরসা হারাচ্ছেন না এই আর্জেন্টাইন, দ্রুত এই শোক কাটিয়ে ওঠার আকুতি জানিয়েছেন সতীর্থদের উদ্দেশে, 'আমাদের এখন পৃষ্ঠাটা বদলাতে হবে এবং যা হয়েছে তা ভাবা বাদ দিতে হবে। আমি আমার সতীর্থদের মাথা উঁচু করে থাকতে বলব, আমি ব্যাখ্যা করেছি–ছুটিতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রে আমাদের আরেকবার শেষ চেষ্টা করতে হবে (ক্লাব বিশ্বকাপ জেতার)।'


ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের মিশন শুরু হচ্ছে আগামীকাল (বুধবার)। বাংলাদেশ সময় সকাল ৭টায় রোস বোল স্টেডিয়ামে মন্তেরির মুখোমুখি হবে নেরাজ্জুরিরা।  

]]>
সম্পূর্ণ পড়ুন