পিএসএল দেখানো বন্ধ করল ভারতীয় প্লাটফর্ম, ক্রিকবাজও তথ্য মুছে দিলো

২ সপ্তাহ আগে
কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ দেখানো বন্ধ করল ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম ফ্যানকোড। হিন্দুস্থান টাইমস এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২২ এপ্রিল পহেলগামের বাইসারানে ওই হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় এমন একটি তৃণভূমি রয়েছে যেখানে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়া দিয়ে যাওয়া যায়। একদল পর্যটক ওই এলাকায় বেড়াতে গিয়েছিলেন। তাদের মধ্যে ২৬ জন বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।


এর জেরেই ভারতের পিএসএলের সম্প্রচার বন্ধ হলো। ফ্যানকোডই ভারতের একমাত্র প্লাটফর্ম হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচগুলো সম্প্রচার করতো। এবারের আসরের প্রথম ১৩টি ম্যাচই সম্প্রচার করেছে তারা। আজ থেকে সেটা বন্ধ, লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির ম্যাচটিও ভারতে সম্প্রচার হবে না।


আরও পড়ুন: দ্বিতীয়বার অবসর নেয়ার কারণ জানালেন আমির


ফ্যানকোড কেবল পিএসএল দেখানোই বন্ধ করেনি, নিজেদের সাইট থেকে এ সংক্রান্ত সব তথ্যও মুছে দিয়েছে। ক্রিকেটের নিরবচ্ছিন্ন হালনাগাদ জানায় ক্রিকবাজ। ভারতভিত্তিক এ সাইটেও পিএসএল সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে না।


বিসিসিআইও ঘোষণা দিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে তারা কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, ‘আমরা আক্রান্তদের পাশে এবং আমরা শোকাহত। আমাদের সরকার যা বলবে আমরা তাই করতে প্রস্তুত। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না কারণ সরকারের অবস্থান তেমনটাই। এবং সামনের দিনেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবো না। তবে আইসিসির ইভেন্টের বেলায় আমরা আইসিসির সংশ্লিষ্টতা থাকায় খেলবো। আইসিসি জানে যা কিছু ঘটছে, তারা সেটার প্রতি পদক্ষেপ নেবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন