শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
শুধু ক্ষমতার পালাবদলের জন্য ২৪ এর গণঅভ্যুত্থান হয় নাই বলেও জানান আখতার হোসেন।
তিনি আরও বলেন,
শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেয়া সম্ভব নয়, গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের আগেই মৌলিক সংস্কার করতে হবে এবং ক্ষমতার ভারসাম্যের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
পিআর হলে উচ্চকক্ষ চাই না যারা বলেন তারা জাতির সঙ্গে প্রতারণা করে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন,
বিচার না করলে ২৪ এরসঙ্গে বেইমানী করা হবে।
আরও পড়ুন: জামায়াতের সমাবেশে সারজিস /আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে
রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার সিদ্ধান্ত নিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার বলেও জানান তিনি।
এদিকে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসেছেন সড়ক-নৌ এবং রেলপথে। পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি আদায়ের ডাক দলটির। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর রাজধানীতে উন্মুক্ত সমাবেশ করতে পেরে উজ্জীবিত জামায়াত নেতাকর্মীরা।