আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইয়েমেনি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, এটা স্পষ্ট যে ট্রাম্প চান যেন যুদ্ধ দ্রুত শুরু হোক এবং যুদ্ধের অবসান হোক।
এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে। কিন্তু এখানে-সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয়, এটি শুরু। তিনি আরও বলেন, আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ।
আরও পড়ুন: ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
এর কয়েক ঘণ্টা আগে হুতিরা হুমকি দিয়েছিল, ট্রাম্প যদি ইসরাইলের সঙ্গে যোগ দিয় ইরানে হামলা করে তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেইরানের হামলার তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফোরদো পারমাণবিক স্থাপনা শেষ করে দিয়েছি, বললেন ট্রাম্প
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা-ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে-খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’
ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স একাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।