শুক্রবার (১৩ জুন) টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ইসরাইলি হামলার পরও কোম প্রদেশের ফরদো সাইটে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নিরাপদ ও অক্ষত রয়েছে।
তিনি বলেন, ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাহি নাতানজ পরমাণু কেন্দ্র পরিদর্শন করেছেন। পরে তিনি জানিয়েছে, ইসরাইলি হামলায় এর উপরিভাগ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এইওআই’র মুখপাত্র বলেন, হামলায় উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলেও ভূগর্ভস্থে থাকা স্থাপনার কোনো ক্ষতি হয়নি। নাতানজ পরমাণু কেন্দ্রের মধ্যে রাসায়নিক এবং বিকিরণ দূষণ শনাক্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এর প্রভাব বাইরে ছড়িয়ে পড়েনি। আমাদের এখন এর ভেতরে জীবাণু মুক্ত করতে হবে।
আরও পড়ুন: ইরানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত, আহত তিন শতাধিক
শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।
এদিকে ইসরাইল কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরানি জাতি এবং কর্মকর্তারা চুপ করে বসে থাকবে না। ইসরাইলের অপরাধের জন্য বৈধ ও শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে। যার ফলে শত্রুরা তাদের বোকামির জন্য অনুতপ্ত হবে।
আরও পড়ুন: ইরানে ইসরাইলের হামলায় বাংলাদেশের নিন্দা
জাতীয় ঐক্য এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘আজ, অন্য যেকোনো সময়ের চেয়ে ইরানি জাতির আস্থা, সহানুভূতি, ঐক্য এবং সংহতির প্রয়োজন। সৃষ্টিকর্তার ইচ্ছায় দখলদার শাসকগোষ্ঠীর অপরাধের কঠোর, যুক্তিসঙ্গত এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশু হত্যার মাধ্যমে তারা তাদের বর্বরতা প্রকাশ করেছে।